শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে হিন্দু যুবককে কুপিয়ে খুন অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান  

নড়াইলে হিন্দু যুবককে কুপিয়ে খুন অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান  

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:  নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু  যুবককে কুপিয়ে খুন অভিযুক্তদের গ্রেপ্তারে সদর থানা পুলিশের অভিযান অব্যহত। নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। শুক্রবার (২ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শৈলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সাগতম বৈরাগী (২৮), তিনি ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ফুটবল বিশ্বকাপ খেলা দেখে রাত ১টার ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখার জন্য অপেক্ষা করছিলো সাগতম বৈরাগী সহ অন্যরা। এসময় সাগতম বৈরাগীর একসেট তাস পিন্টু বিশ্বাসের কাছে রাখে পরে খেলার জন্য। রাত সাড়ে ১১টার দিকে সাগত বৈরাগী পিন্টুর কাছে ওই তাস চাইলে সে নেই বলে জানায়। তুচ্ছ এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে পিন্টুসহ কয়েকজন এসে সাগতম বৈরাগীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS