সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সড়ক দুর্ঘটনায় আহত গোলাপগঞ্জের জামায়াত নেতার দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় আহত গোলাপগঞ্জের জামায়াত নেতার দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত গোলাপগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নাজমুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।  বুধবার (২৩ নভেম্বর) বাদ জোহর তহিপুরস্থ রাণাপিং কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজায় উপস্থিত মুসল্লীয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা তমজ্জুল আলী তোতা মিয়া, সাবেক চেয়ারম্যান,বিএনপি নেতা আশফাক আহমদ চৌধুরী, তহিপুর তরুণ সংঘের আক্তারুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে সিলেট দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সেক্রেটারি নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম,ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হুসাইন গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জমির উদ্দিন,নায়বে আমীর জিন্নুর আহমদ চৌধুরী,সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ জামাল, বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কাজী আবুল কাসেম, গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালিক, সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া, সিলেট পশ্চিম জেলা ছাত্র শিবিরের সভাপতি মুহিবুল্লাহ হোসনেগীর, ফুলবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুস সালাম আজাদ,আমুড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি রাসেল আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কদর আহমদসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নিহত নজমুল ইসলাম গত ১২ নভেম্বর ঢাকা থেকে সিলেট আসা পথে হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর তাকে তাৎক্ষণিক সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঐ হাসপাতালের আইসিইউ তে তাকে স্থানান্তর করা হয়। গত ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।
নাজমুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তহিপুর গ্রামের মৃত তরিজ মিয়ার পুত্র। গোলাপগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বর্তমান সভাপতি । এছাড়া তিনি তহিপুর তরুণ সংঘের সাবেক সভাপতি ও তহিপুর জামে মসজিদের মোতাওয়াল্লী ছিলেন।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares