শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীর আড়ানীতে মাদক সেবনরত অবস্থায় ইউপি মেম্বার আটক

রাজশাহীর আড়ানীতে মাদক সেবনরত অবস্থায় ইউপি মেম্বার আটক

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিসঃ

রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানিতে মাদক সেবনের সময় পুলিশের হাতে ধরা ইউনিয়ন পরিষদের মেম্বার। তিন সঙ্গী নিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আটকদের নামে মাদক সেবনের অভিযোগে মামলা দিয়ে শুক্রবার আদালতে পাঠানো হবে।

আটকরা হলেন, আড়ানী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বেড়েরবাড়ি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে আবুল কালাম, একই গ্রামের খোরশেদ আলীর ছেলে নওশাদ আলী, জামাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, খায়ের উদ্দিনের ছেলে নাজমুল হোসেন।

এ বিষয়ে বাঘা থানার পুলিশ জানায়, তারা সন্ধ্যার পর বেড়েরবাড়ি সরকারি প্রাইমারি স্কুল মাঠে মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares