শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সেনবাগে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক ব্যবসায়ী সামছুল হক (৫৮) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সামছুল হক উপজেলার ২নং কেশাড়পাড় ইউপির বীরকোট গ্রামের সুলতান আহমেদের ছেলে।

গ্রেফতারকৃত সামছুল হককে নোয়াখালী বিচারিক আদালত একটি মাদক মামলার জিআর- ৬৭৬/১৭ ০৫ বছরের সাজা প্রদান করে। এতদিন সে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলো। শনিবারে সে বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, তাকে শনিভার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

৯২ বার ভিউ হয়েছে
0Shares