শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গুরুদাসপুরে নৌকার ইঞ্জিনে মাফলার পেঁচিয়ে জেলের মৃত্যু

গুরুদাসপুরে নৌকার ইঞ্জিনে মাফলার পেঁচিয়ে জেলের মৃত্যু

ইসাহাক আলী, নাটোর, ০৫ নভেম্বর-নাটোরের গুরুদাসপুরে মাছ ধরতে গিয়ে শ্যালো নৌকার ইঞ্জিনের সাথে মাফলার পেঁচিয়ে মহিরুল আকন্দ (৫২) নামের এক জেলের মৃত্য হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মহিরুল নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায়। আজ শনিবার সকালে মশিন্দা শিকারপাড়া গুমানী নদীতে মাছ ধরার সময় নৌকার ইঞ্জিনের সাথে মাফলার পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহিরুল উপজেলার সাহাপুর গ্রামের মরহুম পিয়ার আকন্দের ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares