সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাণীশংকৈলে মৃত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

রাণীশংকৈলে মৃত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি। : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১ নভেম্বর মঙ্গলবার দুপুরে মৃত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট তাদের প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন কৃষি অফিসের হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এছাড়াও অনুষ্ঠানে মৃত বীর মুক্তিযোদ্ধাদের আত্মীয় প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য আলী আকবরেরসহ ৩৩ জন বীর
মুক্তিযোদ্ধার প্রতিনিধিদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রসঙ্গত, ইতোপূর্বে ৬৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে
একই সার্টিফিকেট ও স্মার্ট কার্ড দেয়া হয়।
৩৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS