শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড় : পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে পঞ্চগড় জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে জেলা পরিষদ মিলনায়তনে পুনর্মিলনী ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় জাসদের নেতা সামুস কিবরিয়া প্রধান,জেলা জাসদ নেতা আজহারুল ইসলাম, শেখ সাজ্জাদ হোসেন বক্তব্য দেন।
সভায় অনেক প্রবীণ নেতা জাসদের রাজনীতির স্মৃতিচারণ করে বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করে জেলা জাসদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়।
অধ্যাপক এমরান আল আমিন বলেন,গণতান্ত্রিক ব্যবস্থা,অসাম্প্রদায়িক সমাজ ও কল্যাণ রাস্ট্র নির্মাণে সকল গণতান্ত্রিক শক্তিকে একই প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলে লুন্ঠনতন্ত্র উচ্ছেদ করতে হবে।

৯৮ বার ভিউ হয়েছে
0Shares