সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিখাদ্য বিতরণ

নাচোলে পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিখাদ্য বিতরণ

মোঃ ইব্রাহীম, নাচোল (চাঁপাইনবাগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে ১০০জন দুস্থ পরিবারের মাঝে পুষ্টিখাদ্য বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়াতনে জনস্বাস্থ পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক খাদ্য তালিকা অনুযায়ী ১০০জন দুস্থ্য পরিবারের মাঝে পুষ্টিখাদ্য বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান সহকারি রাজু আহম্মে জানান, পুষ্টি সপ্তাহ পালনকালে  বৃহস্পতিবার পুষ্টিখাদ্য হিসেবে  ১ কেজি পোলাও’র চাউল, ১ কেজি চিনি, আধা লিটার সোয়াবিন তেল, ১প্যাকেট লাচ্ছা সেমাই, আধা কেজি মুশুর ডাউল ও ১ কেজি আলু একটি ব্যাগে পুরে পুষ্টিখাদ্য হিসেবে বিতরণ করা হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিতরণকৃত পুষ্টিখাদ্যের মান ও সর্বোচ্চ বাজারমূল্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গতকালের বিতরণকৃত পুষ্টিখাদ্যের প্যাকেটমূল্য সর্বোচ্চ ৩৪৫টাকা হতে পারে বলে একাধিক গ্রহিতা মন্তব্য করেছেন।

১২৭ বার ভিউ হয়েছে
0Shares