শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাটখিলে গৃহবধ‚র লাশ উদ্ধার,স্বামী আটক

চাটখিলে গৃহবধ‚র লাশ উদ্ধার,স্বামী আটক

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর চাটখিল থানা পুলিশ উপজেলার খালিশাপাড়া এলাকা থেকে শিল্পী আক্তার (৩০) নামের এক গৃহবধ‚র লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে মোবারক উল্লাহকে আটক করেছে পুলিশ।

নিহত শিল্পী আক্তার উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালিশপাড়ার গ্রামের বাশঁতলা এলাকার জনক বাড়ির মোবারক উল্লাহর স্ত্রী। তিনি সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় স‚ত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ঘরের পাশে পুকুর থেকে ওই গৃহবধ‚র লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ন্যোাখালী জেলারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।

এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ময়নাদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে নিশ্চিত খরেন চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গিয়াস উদ্দিন।

৪১ বার ভিউ হয়েছে
0Shares