বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সেনবাগে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শারীরি প্রতিবন্ধী ১২জন ছাত্রছাত্রীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ওই হুইল চেয়ার গুলি আনুষ্ঠানিক ভাবে শিশুদের মাঝে তুলে দেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান ।

এরআগে সেনবাগ প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আজগরের সঞ্চালনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, ইউ আর সি ইন্সট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার প্রমুখ।

সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন ১২ শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares