শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">সরকারের নানামুখী উদ্যোগে কৃষিতে রীতিমতো বিপ্লব হয়েছে: আবু জুবাইর হোসেন বাবলু</span> <span class="entry-subtitle"> গোলাপগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব</span>

সরকারের নানামুখী উদ্যোগে কৃষিতে রীতিমতো বিপ্লব হয়েছে: আবু জুবাইর হোসেন বাবলু গোলাপগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব

গোলাপগঞ্জ প্রতিনিধি: আধুনিক প্রযুক্তি মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় গোলাপগঞ্জে কৃষকদল গঠন করা হয়েছে। বরিবার (১০ অক্টোবর) উপজেলার আমুড়া ইউনিয়নের কৃষক উন্নয় দলের সদস্য রেজাউল করিম বাড়িতে উপ সহকারি কৃষি কর্মকর্তা ইসমিন সিদ্দিকা সেফালি তত্ত্ববধানে এ অনুষ্ঠানের আয়োজন করা।
গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিস্যার আনিছুল জামান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ-১, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আবু জুবাইর হোসেন বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পিডি রাকিব, ধান গম পাট বীজ উৎপাদন বিতরন প্রকল্পের মনিটরিং অফিসার ফরহাদ আহমদ।
এসময় বক্তব্য রাখেন কৃষক উন্নয় দলের সদস্য সাদিকুল হক, আব্দুল গফুর, রেজাউল করিম,নেওয়ারুন বেগম, মুবিবুর রহমান।

৩১ বার ভিউ হয়েছে
0Shares