মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ছয়জন 

তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ছয়জন 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ পৃথক অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক সিআর মামলার পাঁচজন আসামীসহ নিয়মিত মামলার একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন পারিবারিক মামলায় দীর্ঘদিন ধরে এসব আসামিরা এলাকা ছেড়ে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,তানোর পৌর এলাকার মাসিন্দা হালদার পাড়া গ্রামের শ্রী বিষ্ণু হালদারের পুত্র সঞ্জিব হালদার,রায়তান আকচা গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র রায়হান, তালন্দ ইউপির দেবিপুর গ্রামের আবুল কাসেমের পুত্র ফিরোজ (৩৫),বাধাইড় ইউপির বৈদ্যপুর গ্রামের মৃত চুলকা হাসদার পুত্র শুনিল হাসদা(৪০),কামারগাঁ ইউপির ধানুরা গ্রামের নাদের আলীর পুত্র রাসেল হাসেন ও নিয়মিত মামলার আসামি পাঁচন্দর ইউপির গোবিন্দপুর গ্রামের মৃত ইয়ারজান মন্ডলের পুত্র আব্দুল হান্নান (৩৫)। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
৫১ বার ভিউ হয়েছে
0Shares