শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কক্সবাজারের পাহাড়খেকো ১৩ মামলার আসামি ওবায়দুল’র গাড়ি জব্দ 

কক্সবাজারের পাহাড়খেকো ১৩ মামলার আসামি ওবায়দুল’র গাড়ি জব্দ 

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার। কক্সবাজারের বহুল আলোচিত পিএমখালীর পাহাড়খেকো ১৩ মামলার আসামি ওবায়দুল করিম এর রেজিষ্ট্রেশনবিহীন একটি ডাম্প ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক  জয়নাল আবেদীন এর নেতৃত্বে একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদরের ঝিলংজা বাংলাবাজার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে এটি জব্দ করে। অভিযানে নেতৃত্বদানকারী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। ওবায়দুল নামের এক ব্যক্তি গাড়িটি ছাড়িয়ে নিতে যোগাযোগ করেছিলেন, কিন্তু তিনি কাগজপত্র দেখাতে পারেননি। গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ১৩ মামলার আসামি শীর্ষ পাহাড়খেকো পিএমখালীর পরানিয়াপাড়ার সিরাজুল ইসলামের পুত্র ওবায়দুল করিম সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে অন্তত ৫০ টি পাহাড় শেষ করে দিয়েছে। পাহাড় কেটে মাটি ও বালি পরিবহনে অর্ধশতাধিক রেজিষ্ট্রেশনবিহীন ডাম্প ট্রাক নিয়ে ‘লাইন’ চালিয়ে আসছেন তিনি। ‘লাইন’ চালানোর অংশ হিসেবে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, ইউএনও অফিস, কক্সবাজার সদর মডেল থানা, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের নামে লাখ লাখ টাকা চাঁদা তুলেন। লম্বা জাহাঙ্গীর নামের একাধিক মামলার আসামি হাইওয়ে পুলিশের নামে টাকা নেন এবং তদবির চালান বলে অভিযোগ রয়েছে।
২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS