শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে পুকুরে পানিতে ডুবে ইয়াসিন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশু ইয়াসিনের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার বিষয়খালী পশ্চিম পাড়া এলাকার হাসান আলীর পুত্র বলে জানা গেছে। মৃত ইয়ামিনের মাতা রতœা বেগম জানান, প্রতিদিনের ন্যায় আমার শিশু পুত্র খেলা করছিলো। হঠাৎ একপর্যায়ে আমার ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে।

বাড়ির আশেপাশের বাড়িতে অনেক খোজাখুজির পর খুঁজে না পেয়ে একপর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে আমি আত্মচিৎকার করলে। এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। অপরদিকে আসরের নামাজ বাদ বিষয়খালী পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামেমসজিদ প্রাঙ্গণে শিশু ইয়ামিনের নামাজের জানাজা শেষে পশ্চিম পাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS