সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী।

শনিবার দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে ইভিএম মেশিনসহ নির্বাচনী উপকরণ বুঝে দেওয়া হয়। রোববার সকাল থেকে পৌরসভার ভোটগ্রহণ শুরু হবে।

দীর্ঘ ১১ বছর পর মামলা জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ হবে কাল। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪৭ কেন্দ্রের ২’শ ৬৫ টি কক্ষে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ৮২ হাজার ৬’শ ৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। আর ৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।  এছাড়াও ৩’শ ৫৫ জন পুলিশ ও  ৮’শ ১ জন আনসার নিয়োজিত থাকবে।

২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS