শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-  ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল লতিফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক নাজমুল হাসানসহ দুইজন। রোববার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুল লতিফ ও আহত দুইজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS