সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে রাষ্ট্রকেই ভূমিকা রাখভতে হবে : বিএমএসএফ
১৯ Views
নিজস্ব প্রতিবেদক/ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে রাষ্ট্রকেই ভূমিকা রাখভতে হবে ।সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায় তা জানতে চেয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রবিবার ১২ জানুয়ারী বিকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আন্ত: জেলা বৈঠকে তিনি একথা বলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূরুন্নাহার সীমার পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, কুষ্টিয়ার প্রবীন সাংবাদিক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি শামীম রানা,সাংগাঠনিক সম্পাদক আবুমনি সাকলায়েন, এখন টেলিভিশনের সোহেল পারভেজ প্রমূখ।
বৈঠকে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি খুলনা জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ বেতারের ইফফাত সানিয়া ন্যান্সিকে আহবায়ক, বাতর্তা বাজারের আল মাসুম খানকে সদস্য সচিব করা হয়েছে।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকার চেষ্টা করছি। বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলা ও কেন্দ্রে নানা ধরনের সভা, প্রতিবাদ সভা, সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ, চা-চক্র, ভার্চুয়াল সভা, সেমিনার, প্রশিক্ষণ, বিজয় শোভাযাত্রা ও বাৎসরিক মিলনমেলা আয়োজন, জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন , সাংবাদিকদের মূখপত্র মিডিয়া ক্যানভাস ম্যাগাজিন প্রকাশ, জার্নালিস্ট শেল্টার হোম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ গঠন করে নানা ভাবে পাশে থেকে সমন্বয়, প্রতিবাদে কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাহাবুব মুরাদ, আব্দুল্লাহ আল মাহমুদ, আনিছুর রহমান আলীম, এ্যাড. মুহাইমিনুর রহমান পলল, রফিকুল ইষলাম, মাহমুদ হোসেন, এসএস রুশদি, রাজু আহমেদ, রফিক মোল্লা, আমিরুল ইসলাম।
১০-১১-১২ জানুয়ারী খুলনা বিভাগের আওতায় ১০টি জেলায় সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। আগামীকাল বিকেলে রাজশাহিতে বৈঠক অনুষ্ঠিত হবে।