মঙ্গলবার- ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাগবাটীতে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে  গুরুতর আহত করেছে প্রতিপক্ষ 

বাগবাটীতে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে  গুরুতর আহত করেছে প্রতিপক্ষ 

সিরাজগঞ্জ প্রতিনিধি ; সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙ্গালাগাতী গ্রামে জমি নিয়ে   বিরোধের জের ধরে  বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।   গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধ শামসুল হক (৭০)কে বৃহস্পতিবার  সন্ধ্যায় সিরাজগঞ্জ  ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাযায়,সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙ্গালাগাতী  পূর্ব পাড়া গ্রামের শামসুল হক (৭০) এর সাথে প্রতিবেশী আঃ খালেক হাজী আঃ সালাম,  আঃ সাত্তার ও আঃ মালেকগংদের  দীর্ঘদিন যাবত জমিজমা  নিয়ে বিরোধ চলে আসছে।  এরই  জের ধরে
বৃহস্পতিবার  বিকেলে  প্রতিপক্ষের লোকজন  বাড়ির পাশে পুকুরপাড়ে বৃদ্ধ শামসুল হককে একা পেয়ে  লাঠিসোটা দিয়ে  পিটিয়ে হাত পা কোমরসহ সারা শরীরে গুরুতর জখম করে।  এসময় বৃদ্ধের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে।
এবিষয়ে শামসুল হকের  ছেলের বউ ফাতেমা খাতুন (২২)  জানান, প্রতিবেশী আঃ খালেক হাজী, আঃ সালাম,  আঃ সাত্তার ও আঃ মালেকগংদের  সাথে দীর্ঘদিন যাবত  জমিজমা সংক্রান্ত  বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।  এ ঘটনার   জের ধরে গত (২৫ জুলাই) দুপুরে আমাদের    বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন
তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে   বাড়িতে প্রবেশ করে অতর্কিতভাবে  হামলা চালিয়ে গোয়াল ঘর থেকে গরু  ছিনিয়ে  নিতে আসে। এসময়  বাধা দিতে গেলে তারা আমাদের উপর লাঠিসোটা দিয়ে  বেধড়ক মারপিট করে। তাদের মারপিটে আমি ও আমার শ্বাশুড়ি  গুরতর জখম হই এবং তাদের হাত থেকে আমার আট মাসের শিশু বাচ্চাও রেহাই পাইনি। এ ঘটনার পরের দিন আমি বাদী হয়ে সিরাজগঞ্জ আদালতে  একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছি। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। উক্ত ঘটনার মিমাংসার  কথা বলে  আমার শ্বশুরকে বৃহস্পতিবার বিকেলে ডেকে নিয়ে বাড়ির পাশে  প্রতিপক্ষের লোকজন  আবারও মারপটি করে গুরুতর আহত করেছে। এতে আমরা চরম নিরপত্তাহীনতায়  ভূগচ্ছি।  এবিষয়ে প্রতি পক্ষের আঃ মালেক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  ঘটনাটি আমার ভাই আঃ খালেক হাজী  একাই ঘটিয়েছে।  আমরা কেউ জানিও  না।  তবে এটা দুঃখজনক।  এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS