শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীর সিটি হাট থেকে ৮টি চোরাই গরুসহ গ্রেফতার-৬

রাজশাহীর সিটি হাট থেকে ৮টি চোরাই গরুসহ গ্রেফতার-৬

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী নগরীর সিটি হাট থেকে ৮ টি চোরাই গরুসহ ৬ জন চোরকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ।

রবিবার সিটি হাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শিংনগর ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে হাকিম (৩৩), তার বড় ভাই মাহবুব (৪৪), একই গ্রামের শাহিন আলম (৩৬), মখলেছুর রহমান (৩৭), মাহাতাব (৫০) ও সুমন আলী (২০)।

এব্যাপারে শাহমখদুম থানার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে শিবগঞ্জ খাসের মাঠ থেকে ৯ টি গরু চুরি করে নিয়ে যায় তারা। রবিবার ভোরের দিকে রাজশাহী সিটি হাটে নিয়ে আসে বিক্রির জন্য। হাটে ডিউটিরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলে। পরে তাদের দেওয়া তথ্যে জানা যায় গরুগুলি চুরি করে নিয়ে আসা।

এ ব্যাপারে গরুর মালিক আবু সেতাব উদ্দিনের ছেলে আব্দুল খালেক বলেন, খাসের মাঠে গরুগুলি ঘাস খাচ্ছিল। বিকাল ৪টার দিকে হঠাৎ দেখি গরুগুলি নাই। পরে খোজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি। পরে জানতে পারি রাজশাহী শাহমখদুম থানায় গরুগুলো উদ্ধার করেছে পুলিশ। তিনি আরো জানান, ৯টি গরুর মধ্যে একটি গরু ৬২ হাজার টাকায় বিক্রি করেছে চোরের দল।

ওসি মেহেদী হাসান আরও বলেন, শিবগঞ্জ থানায় অবগত করা হয়েছে। যেহেতু সেই থানায় চুরির অভিযোগ হয়েছে অতএব তাদের হেফাজতি বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares