শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

কুড়িগ্রামে জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ সব ধরণের জ্বালানি তেল এবং সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের নছর উদ্দিন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের শাপলা চত্বর হয়ে কলেজ মোড়ে যায়।
এরপর মিছিলটি কলেজ মোড় থেকে আবার শাপলা চত্বর ও দাদামোড়ে হয়ে বাজারের কালীবাড়িতে গিয়ে শেষ হয়। এ সময় জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেন কর্মী-সমর্থকরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের, সদর থানার সভাপতি শাহ আলম মিয়া, সেক্রেটারি আব্দুল বাতেন সরকার, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মমিন প্রমুখ।
৫২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS