ছাত্রদল নেতা সাম্যকে হত্যার তদন্তে গাফিলতির প্রতিবাদে ধামইরহাটে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৮ই মে রবিবার ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এবং ধামইরহাট উপজেলা ও পৌর ছাত্রদলের প্রতিটা ইউনিট এর উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম পালিত হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদল এর সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, কারা নির্যাতিত ধামইরহাট উপজেলা ছাত্রদল নেতা ওমর ফারুক রোমন, যুগ্ম আহব্বায়ক আব্দুর রউফ, পৌর ছাত্রদলের আহব্বায়ক সাইদ বিন জাবেদ সহ ধামইরহাট উপজেলা পৌর ও কলেজ শাখার নেত্রবৃন্দ নেত্র বৃন্দ ।
বক্তাগণ অনতি বিলম্বে সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
১৩৯ বার ভিউ হয়েছে
0Shares