বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লোহাগড়ায় হোমিওপ্যাথিক ডক্টর্স এ্যাসোসিয়েশনের প্রতিবাদ সমাবেশ

লোহাগড়ায় হোমিওপ্যাথিক ডক্টর্স এ্যাসোসিয়েশনের প্রতিবাদ সমাবেশ

শরিফুল ইসলাম নড়াইল :; নিবন্ধনকৃত হোমিওপ্যাথিক ডাক্তারদের নামের আগে ডাঃ পদবী লেথার কারনে গ্রেফতার ,মামলা, জরিমানা ও হয়রানি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে,শতাধিক চেম্বার বন্ধ রেখে রবিবার (২৮ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক পেশাজীবী ডক্টর্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। উপজেলা হোমিওপ্যাথিক পেশাজীবী ডক্টর্স এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ হায়াতাদুর রহমানের সভাপতিত্বে লোহাগড়া সাংবাদিক ইউনিয়নে সামনে প্রতিবাদ সমারেশে বক্তব্য রাখেন,ডাক্তার শেখ রাজিবুল আলম, বীর মুক্তিযোদ্বা রবীন্দ্রনাথ বিশ্মাস, তছিবুল আলম.ডাঃ জোৎস্না খানম, তাহমিনা খানম ,ডাঃ মুস্তাফিজুর রহমানসহ প্রমুখ ।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS