তাহেরপুর পৌরসভায় অগ্নিকান্ডে তেলের লরিসহ সাতটি দোকান ভস্মীভূত
নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে তেলের ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুন ছড়িয়ে পড়লে তেলের ডিপোসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড বাছিয়াপাড়া বুড়ির বাড়ির মোড় নামক স্থানে অবস্থিত সুকুর মন্ডল মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনায় পদ্মা ওয়েলের লরি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং আগুনের লেলিহান শিখা উত্তাপে জীবন বাচাঁতে এলাকাবাসি দিশা হারিয়ে দিবিদিকে ছুটাছুটি করতে থাকে। তবে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এদিকে,অগ্নিকান্ডের খবর শুনে দুর দুরান্ত থেকে হাজার হাজার মানুষ আগুনের দৃশ্য দেখতে ভিড় জমায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,সুকুর মন্ডল মার্কেটে অলিফ উদ্দিন ঘর ভাড়া নিয়ে ব্যারেলে জ্বালানি তেল রেখে দির্ঘদিন ধরে বিক্রি করেন। এবং রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাংকার লরি। এ সময় হঠাৎ লরিতে আগুন লেগে যায়। একপর্যায়ে লরিতে বিস্ফোরণ হয়। এরপর তেলের ডিপোসহ আরও সাতটি দোকানে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, খবর পেয়ে বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে ধ্বংস হয়েছে। এছাড়া আগুনে তেলের ডিপোসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে। তিনি জানান, পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে মুদি দোকান,ওয়ার্কশপ ও সিমন্টের দোকান ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযায়নি। এলাকাবাসির ধারনা অলিফের ছোট ভাই সুটনের ওয়ার্কশপ থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।