শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৩ জন আসামী গ্রেফতার এবং ২২০ গ্রাম গাঁজা উদ্ধার

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৩ জন আসামী গ্রেফতার এবং ২২০ গ্রাম গাঁজা উদ্ধার

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গত ২৪ ঘন্টায় ৩৩ জনকে আটক করা হয়েছে। জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (সদর থানায়- ২,উলিপুর- ১, ফুলবাড়ী-২,রৌমারী-১), সিআর ওয়ারেন্ট মূলে ৪ জন (রাজারহাট- ১, চিলমাী- ১, রাজিবপুর- ১, কচাকাটা- ১), জিআর/সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০২ জন (সদর থানা-জিআর- ১, সিআর-১) নিয়মিত মামলায় ২০ জন (মাদক-২, জুয়া- ১৫, অন্যান্য-৩) এবং ১৫১ ধারায় ০১ জন সহ সর্ব মোট ৩৩ জন আসামী গ্রেফতার করা হয়, এবং উলিপুর থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS