শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তাহেরপুরে দীর্ঘ ২৩ বছর পর হতে যাচ্ছে ওয়াহেদ মন্ডলের মৃত্যু বার্ষিকী

তাহেরপুরে দীর্ঘ ২৩ বছর পর হতে যাচ্ছে ওয়াহেদ মন্ডলের মৃত্যু বার্ষিকী

৫৮ Views

নাজিম হাসান,রাজশাহী থেকে :
দীর্ঘ ২৩ বছর পর আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহী জেলার বাগমারা উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যাপক আব্দুল ওয়াহেদ আলী মন্ডলের মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহেরপুর পৌর বিএনপির উদ্যেগে তাহেরপুর হাইস্খুল মাঠে মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এদিকে,মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা ঘিরে তাহেরপুর পৌসেভা এলাকায় ব্যাপক পোস্টার-ফেসটুন ব্যানার আর মোড়ে মোড়ে গেট নির্মান করা হয়েছে। বলা যায় সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
বার্ষিকী ও স্মরণ সভা ঘিরে পাল্টে গেছে তাহেরপুরে বিএনপির রাজনীতির দৃশ্যপট। চাঙা হয়ে উঠেছে দলটির অঙ্গ সংগঠনগুলো। দ্রুতগতিতে হাইস্খুল মাঠে এগিয়ে চলেছে মঞ্চ প্রস্তুতির কাজ। নানারকম ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে প্রধান সড়কগুলো। তাই তাহেরপুরে এখন তোরণের পরিণত হয়েছে।এবং নিজেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই নেতা-কর্মীরা এসব পোস্টার-ফেসটুন ও ব্যানার টানিয়েছেন। অপরদিকে,স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত,কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

 

Share This