প্রতিনিধি (পানছড়ি)খাগড়াছড়ি, ২৯’এপ্রিল ২০২৫পানছড়ি উপজেলা মোহাম্মদপুর আদর্শ যুব সংঘের উদ্যেগে দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮’এপ্রিল সোমবার বিকেলে সংঘের অস্থায়ী কার্যালয়ে বই, খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মো: রিফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিন, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম বাবুল, ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো: নজরুল ইসলাম ও পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর আদর্শ যুব সংঘের আহবায়ক মনিরুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, “প্রতিটি এলাকায় এমন সামাজিক সংগঠন থাকলে পিছিয়ে পড়া মানুষরা উপকৃত হতো এবং শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠত”।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.