বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শার্শায় সরকারী কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে প্রায় চার কোটি টাকা মূল্যের সরকারী সম্পত্তি বেহাত

শার্শায় সরকারী কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে প্রায় চার কোটি টাকা মূল্যের সরকারী সম্পত্তি বেহাত

আব্দুল মান্নান, শার্শা(যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শায় সরকারী কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে প্রায় চার কোটি টাকা মূল্যের সরকারী সম্পত্তি বেহাত। গত তিন মাস পূর্বে স্থানীয় ভূমী দোস্যু ও সরকারী সম্পত্তি জবর দখল করিয়া উক্ত সম্পত্তির চতুর পাশ দিয়ে ভেড়ী বাধ নির্মাণ সম্পন্ন করেছেন।

ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার ৫৫ নং হরিনাপোতা মৌজায়। এলাকাবাসীর অভিযোগ হরিণাপোতা গ্রামের ভূমি দোস্যু ও সরকারী সম্পত্তি জবর দখলকারী মৃত আতাল হকের পুত্র ই¯্রাফিল ও মৃত সামছুর রহমানের পুত্র আব্দুল লতিফ দীর্ঘ দিন যাবৎ সরকারী সম্পত্তি জবল দখল করে ভেড়ী বাধ নির্মাণ করে মাছ চাষ করার উপযোগি করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় ভূমি অফিসের সহযোগিতায় ভূমি দোস্যুরা হরিণাপোতা মৌজায় অবস্থিত আরএস দাগ ৫৯৪, ৬৫৯, ৬৬০, ৬৬১, ৬৬৭, ৬৬৮, ৬৬৯ দাগের ৩ একর ৬৬ শতক জমি দীর্ঘ দিন যাবৎ জবর দখল করে রেখেছেন। এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সাথে উক্ত সরকারী সম্পত্তি জবর দখল সম্পর্কিত বিষয়টি জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন বিষয়টি ভূমী সহকারী কমিশনারের সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানা যাবে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড ফারজানা ইসলামের সাথে হরিনাপোতা মৌজায় সরকারী সম্পত্তি জবল দখল করে ভেড়ী বাধ নির্মানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা ভেড়ী বাধ নির্মানের খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে ভেড়ী বাধ নির্মাণ বন্ধ করে দিয়েছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন ভূমী সহকারী কর্মকর্তাকে নির্দ্দেশ দিয়েছি। এলাকাবাসীর অভিযোগ ঘটনা প্রায় ৪ মাস অতিবাহিত হতে যাচ্ছে সরকারি সম্পত্তি উদ্ধার এবং ভেড়ীর বাধ ভেঙ্গে মাটি দ্বারা ভূমি সমতল করার বিষয়টি অধরায় রয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী ঘটনা প্রসঙ্গে বলেন সরকারী সম্পত্তি উদ্ধারের বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি প্রয়োজন।

১১০ বার ভিউ হয়েছে
0Shares