শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাগমারায় চেয়ারম্যানের বাড়ি ও মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগে জরিমানা আদায়

বাগমারায় চেয়ারম্যানের বাড়ি ও মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগে জরিমানা আদায়

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় ইউপি চেয়ারম্যানের বাড়ি ও মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-রিফাত একটি বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ২০১৮ সালের আইন অনুযায়ী উপজেলার মারিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান,উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক দীর্ঘদিন যাবত মিটার টেম্পারিং করে তার বাড়ি ও একটি মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিলেন। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার শিকদারী বাজারে অভিযান চালিয়ে তার বাড়ি ও মার্কেটে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা ও সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়।#

১১৭ বার ভিউ হয়েছে
0Shares