বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে শিব ও মনসা পূজা অনুষ্ঠিত

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শিব ও মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মোমিনপুর ইউনিয়নের বাসুদেবপুর হঠাৎপাড়া আদিবাসী শ্রী শ্রী সার্বজনীন মন্দিরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসবে পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো. হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মূর্মুসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে অতিথিদের নৌকা প্রতিকের সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান।

২২ বার ভিউ হয়েছে
0Shares