ধামইরহাটে সংঘাতমুক্ত শান্তি সম্প্রীতির দেশ গড়তে পর্যালোচনা ও প্রনয়ন সভা


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগার ধামইরহাটে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল বেলা ১১ টায় ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে পিএফজির এম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিএফজির ধামইরহাট উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিএফজির নওগাঁ জেলা সমন্বয়ক সুকমল মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখরাজুল ইসলাম, জেলা মহিলা দলের সহ সভাপতি মাজেদা বেগম, সহ সভাপতি বেলী খাতুন, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আকতার, পৌর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, শাহিনা পারভীন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট মোঃ আইয়ুব হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আন্জুয়ারা বেগম, সাবেক সম্পাদক জান্নাতুল ফেরদৌস কবিতা, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লুইসার রহমান, উপজেলা যুব লীগের সহ সভাপতি সেলিম মাহমুদ রাজু, আব্দুল হাই দুলাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেওয়ান আব্দুল হান্নান, উপজেলা জাপার সহ সভাপতি আমিনুল ইসলাম, পৌর জাপার সদস্য সচিব মুক্তারুল আলম, বাসদ সভাপতি দেবলাল টুডু, আদিবাসী নারী নেত্রী ডলি দাস, নারী নেত্রী সামলা আকতার ডলি প্রমুখ।