বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল উদ্বোধন

পটুয়াখালীতে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল উদ্বোধন

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি : বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলকার শেষ বিকালে উপজেলা মা- শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, এপিএস আনিচুর রহমান, ডাক্তার আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মফিজুর রহমান প্রমুখ।

এসময় প্রধান অতিথি আ.স.ম ফিরোজ বলেন, শেখ হাসিনার সরকার মানুষের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে। এখন থেকে এলাকার মা ও শিশুদের উপজেলা সদরে গিয়ে চিকিৎসাসেবা নিতে হবে না। বাড়ির কাছে বসেই চিকিৎসা নিতে পারবেন। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অন্যান্য সরকারি হাসপাতালের ন্যায় সব সুযোগ সুবিধা পাবেন রোগীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বাংলাদেশের জনগণকে নিয়ে চিন্তা করেন।

৩১ বার ভিউ হয়েছে
0Shares