শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা সপ্রা বিদ্যালয়ে শোকাবহ ১৫ ই আগষ্ট  পালনে বৃক্ষ রোপণ  দোয়া ও মিলাদমাহফিল  পুরস্কার বিতরণী 

পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা সপ্রা বিদ্যালয়ে শোকাবহ ১৫ ই আগষ্ট  পালনে বৃক্ষ রোপণ  দোয়া ও মিলাদমাহফিল  পুরস্কার বিতরণী 

 সুদীপ্ত খন্দকার : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  আয়োজনেে  বাংলাদেশের মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ই আগষ্ট  বিস্তারিত কর্মসুচীর মধ্যদিয়ে  পালিত হয়েছে।
সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে ফলজ বনজ ঔষধি ১১ টি বৃক্ষ রোপনের পর দোয়া ও মিলাদ মাহফিলের  মাধ্যমে শোকাবহ বেদনাদায়ক ১৫ আগষ্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার  বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য মাগফিরাত সহ দেশ ও জাতির জন্য  দোয়া  কল্যান কামনা করা হয়েছে।
এর পর আলোচনা সভায়  অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন  মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  খন্দকার হাবিবুর রহমান হাবিব  সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আতাউর রহমান  শিক্ষিকা মেহেনাজ সম্পা শিক্ষক  ইকবাল আহমেদ  এস এম সি সদস্য  মাফরুজা বেগম  কারিতাশ মিশন স্কুল শিক্ষক  শ্রী রাম মোহন কিস্কু।  প্রধান আলোচক হিসাবে স্মৃতি রোমন্থন করেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শাহাবুদ্দীন শাহ।  চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়দের হাতে পুরস্কার বিতরণ করেন  বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি জনাব মোঃ বাকের মাষ্টার   সমাজ সচেতন জনাব রেজাউল ইসলাম শাহ   প্রমুখ।
৪৩৫ বার ভিউ হয়েছে
0Shares