শুক্রবার- ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
হিলিতে সরকারি কাগজপত্র জাল তৈরির অপরাধে প্রধান শিক্ষক ও দোকান কর্মচারীর এক মাসের জেল

হিলিতে সরকারি কাগজপত্র জাল তৈরির অপরাধে প্রধান শিক্ষক ও দোকান কর্মচারীর এক মাসের জেল

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের হিলিতে জাল ভোটার আইডি কার্ড ও পিএসসি’র সার্টিফিকেট সহ সরকারি বিভিন্ন কাগজপত্র তৈরির অপরাধে মা ফটোস্ট্যাট কম্পিউটার পেপার হাউজের মালিক গোলাম মোস্তফা কামাল সহ কর্মচারীকে এক মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম।

বুধবার (১০ আগস্ট) দুপুরে হিলি বাজারে মা ফটোস্ট্যাট কম্পিউটার পেপার হাউজে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস বিনাশ্রম কারাদÐ প্রদান করেন তিনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, হিলি বাজারের মা পেপার হাউজটি দীর্ঘদিন যাবৎ জাল ভোটার আইডি কার্ড ও পিএসসি সার্টিফিকেট সহ সরকারি বিভিন্ন কাগজপত্র তৈরি করে আসছে। এর আগেও তাকে কয়েক বার সতর্ক করা হয়েছিলো। পুনরায় আজকে তার দোকানে সকল জাল কাগজপত্র ও কম্পিউটার সহ দোকান মালিক হিলি পাইলট স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল ও তার কর্মচারীকে আটক করি। পরে সরকারি কাগজপত্র জাল তৈরির অপরাধে তাদের একমাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares