সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সকল প্রকার নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং অফিসিয়াল হয়রানী বন্ধের দাবীতে রংপুর ঠিকাদার সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সকল প্রকার নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং অফিসিয়াল হয়রানী বন্ধের দাবীতে রংপুর ঠিকাদার সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥  রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং অফিসিয়াল হয়রানী বন্ধসহ সকল সিন্ডিকেট চক্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে রংপুরে ঠিকাদার সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত শনিবার বাদ এশা নগরীর শিক্ষা প্রকৌশলী চত্ত্বরে রংপুর ঠিকাদার সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর মুল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ও কাজের সাথে সমন্বয় করা এবং অফিসিয়ালী হয়রানী বন্ধসহ সকল সিন্ডিকেট চক্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
 রংপুর ঠিকাদার সমিতির আহবায়ক ও বিশিষ্ঠ ঠিকাদার মোঃ রফিকুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর ঠিকাদার সমিতির সদস্য সচিব ও বিশিষ্ঠ ঠিকাদার মোঃ রইচ আহমেদ, সংগঠনের যূগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মিঠু, ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, সদস্য শফিকুল ইসলাম যাদু, ওয়াসিমুল বারী রাজ, নওরোজ হোসেন পল, আলহাজ্ব রুহুল আমীন ফুলু,  রবিউল ইসলাম রবি, রাহাত ইসলাম রনি, আলতাফ হোসেন লন্ডন,  ফারুক হোসেন, আশরাফুল ইসলাম বাবু, গোলাম রব্বানী বিপ্লব, শাহাজাদা আরমান, জাহেদুল ইসলাম চান্দু, জাকারিয়া ইসলাম জিম, নোমান হাসান, হিরা, মানিকসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ।
বক্তারা বলেন, লাগামহীন মুল্যবৃদ্বির কারনে দরপত্রের সিডিউল অনুযায়ী কাজ করতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো চরম আর্থিক ক্ষতির সন্মুখীন হচ্ছে। কোভিড-১৯ মোকাবেলাসহ বর্তমান বাজারে নির্মাণ সামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতি আমাদেরকে নিঃস্ব করে ফেলেছে। সিন্ডিকেটের কারনে দেশে রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সংশ্লিষ্ট পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের দরপত্রের মাধ্যমে পাওয়া কাজগুলো পূর্ব নির্ধারিত মূল্যে তুলতে গেলে আমরা দেউলিয়া হয়ে যাবো। সকল পিসিসহ অফিসিয়াল হয়রানী বন্ধে ঠিকাদারদের পরিবার গুলোকে বাঁচাতে এবং নির্মাণ সামগ্রীর মূল্য কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
৪০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS