সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

যশোরে ছাত্রলীগ নেতা আটক

যশোরে ছাত্রলীগ নেতা আটক

ইয়ানূর রহমান : যশোরের বাঘারপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম  শাহাজালালকে পুলিশ আটক করেছে। আজ রোববার সকালে তিনি নিজ এলাকা থেকে আটক হন।  শাহাজালালের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

পুলিশ জানায়, গেল বছরের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের  হ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া আওয়ামী লীগের ৩০৮ জন  নেতা-কর্মীর নামে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন করেন। এ মামলায়  জাহাজালাল ছিল ২৭৭ নং আসামি। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে  ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তোলা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহাজালাল বিস্ফোরক আইনের এজাহার ভুক্ত আসামি ।
গ্রেফতারের পর রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS