শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঁশখালী আদালতের মিথ্যা মামলা থেকে জামিন পেলেন আসামী মোক্তার।

বাঁশখালী আদালতের মিথ্যা মামলা থেকে জামিন পেলেন আসামী মোক্তার।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চটগ্রাম) প্রতিনিধিঃ  চট্টগ্রাম জেলার বাঁশখালী অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মিথ্যা মামলা থেকে এক আসামীর জামিন মঞ্জুর করেছেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলার উভয় পক্ষের কৌশলীদের জেরা শুনে আসামীর এ জামিন মঞ্জুর করেন।
৪ আগস্ট’২২ ইং, বৃহস্পতিবার মাননীয় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একজন সরকারি ডাক্তারের উপস্থিত মতামতের ভিত্তিতে সিআর ২৪২/২১ মামলার মিথ্যা অভিযোগে জেল হাজতে থাকা আসামী আবু রায়হান (২২) পিতা- মোক্তার আহমদ সাং ১৪ নং সেন্টার পাড়া ৪ নং ওয়ার্ড পুকুরিয়া  বাঁশখালীকে জামিনে মুক্তির আদেশ দেন বিজ্ঞ আদালত। মামলার বাদী তারেক নালিশে উল্লেখ করেন, আসামী রায়হান কিরিচ দ্বারা বাদী তারেককে মাথায় কোপ মেরে রক্তাক্ত হাঁড়কাটা জখম করে। কিন্তু ডাক্তারের এমসিতে দেখা যায় perineal region যা কোমরের নিন্ম অংশ বলে মতামত দেন বিজ্ঞ আদালতে উপস্থিত ডাক্তার। মামলার আসামী পক্ষের আইনজীবি এডভোকেট নাজমুল আলম চৌধুরী জানান, মাথার আঘাত হল Perital region, কিন্তু মামলার এজাহারে স্পষ্ঠ উল্লেখ করেছেন perineal region। যা বিজ্ঞ আদালতে উপস্থিত ডাক্তারের ব্যাখ্যায় প্রমানিত হয়েছে বাদীর অভিযোগ মিথ্যা ও সড়যন্ত্র ও হয়রানীমুলক। বিজ্ঞ আদালত উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শুনে বাদীর মামলার মিথ্যা অনুমিত হওয়ায় আসামীকে জামিন দিয়ে ন্যায় বিচারের পথ সুগম করায় বিজ্ঞ আদালতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এডভোকেট নাজমুল আলম চৌধুরী, তিনি আরো জানান, মামলার বাদী অত্র নিরহ আসামি সহ তাহার মা, বাবা, ভাইকে আসামী করে  সিআর ৬১০/১৯ নারী শিশু আইন তার পিতার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মিথ্যা অভিযোগে শ্বশুরকে আসামী করে একটি মামলা করে। কিন্তু বিজ্ঞ আদালত রিপোর্ট অন্তে খারিজ করায় ক্ষিপ্ত হয়ে আজকের মামলাটি মিথ্যা অভিযোগে দায়ের করে। এই মামলায় আসামীর মা বাবা ভাই সকলেই ইতিপূর্বে আদালতে সেচ্ছায় আত্মসমর্পণ করিলে বিজ্ঞ আদালত তাদেরক  জামিনে মুক্তির আদেশ দেন। অদ্যকার মামলায় ন্যায় বিচার পাওয়ায় আসামি পক্ষের আইনজীবী ও আসামীর পরিবার মহান সৃষ্ঠকর্তার কাঁছে শোকরিয়া আদায় করেন।
৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS