শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে গভীর রাতে ছিন্নমূল ও আদিবাসী পল্লীতে চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

ঘোড়াঘাটে গভীর রাতে ছিন্নমূল ও আদিবাসী পল্লীতে চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

১৭ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গভীর রাতে ছিন্নমূল ও আদিবাসী পল্লীতে ৩নং সিংড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। বুধবার (৮ জানুয়ারী) সকাল থেকে ছিল ঘন কুয়াশা চাদরে ঢাকা সারাদিন দেখা মিলেনি সূর্য়ের মুখ । এদিখে হিমেল হাওয়া আর কনকনে হাড়-কাপানো ঠান্ডায় শীতে কাঁপছে সারাদেশ। বাদ যায়নি দিনাজপুর জেলার ঘোড়ঘাট উপজেলার গরীব দুঃখি মানুষও। আর এমন শীতের গভীর রাতে ইউনিয়নের মিশন মোড়ের ছিন্নমূল ও আদিবাসী পল্লীতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন ৩নং সিংড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। এ সময় নিজ হাতে ছিন্নমূল অতিদরিদ্র আদিবাসী পল্লীতে মানুষের গায়ে কম্বল জরিয়ে দিয়েছেন তিনি। কনকনে শীতে মধ্যে হঠাৎ চেয়াম্যান হাত থেকে শীতবস্ত্র (কম্বল) হাতে পেয়ে ছিন্নমূল অতিদরিদ্র আদিবাসী অসহায় মানুষেরা উচ্ছাস ও কৃজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে চেয়াম্যান সাজ্জাদ হোসেন বলেন,গত কয়েক দিনে তীব্র শীত পরেছে। শীতে দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। শীতে কোন দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায় সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছেন। তাই তিনি রাতে অন্ধকারে বের হয়ে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অভ্যাহত থাকবে।

Share This