বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কালিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

কালিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম নড়াইল : নড়াইলের কালিয়া মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কর্মশালায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ন কবির খন্দকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, উপজেলা প্রশাসনের সকল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ সকল শ্রেনী পেশার মানুষ।

বক্তারা মাদকদ্রব্যর অপব্যবহার ও নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা র পাশাপাশি ডিলার থেকে খুচরা বিক্রেতাদের নজরদারিতে আনার আহŸান জানান।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares