শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলের পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে খুন

নড়াইলের পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে খুন

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে রেজাউল করিম পটু মোল্যা (৫২) নামে এক জনকে কুপিয়ে খুন করেছে। উপজেলার তালবাড়িয়া গ্রামে সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম পটু দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বলে জানাগেছে।
জানাগেছে, লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের পটু মোল্যার সাথে পাশের ইজাজুলদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এঘটনার জের ধরে বিকাল ৩টার দিয়ে ইজাজুলসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে পটু মোল্যাকে কুপিয়ে গুরুতর যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন নড়াইল নিউজ ২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
৪৮ বার ভিউ হয়েছে
0Shares