শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শৈলকুপা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী এম হাকিম আহমেদকে বিজয়ী ঘোষনা

শৈলকুপা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী এম হাকিম আহমেদকে বিজয়ী ঘোষনা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী এম হাকিম আহমেদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। রোববার  এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কা নিয়ে এম হাকিম আহমেদ ৬৯,৪২২ এবং বিদ্রোহী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু আনারস প্রতিক নিয়ে ১৩,৭৯৪ ভোট পেয়েছেন বলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু সালেহ জানান।

 উল্লেখ্য, ২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রæয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয় তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ৫ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারো শুণ্য হয় এবং দ্বিতীয় বারের মতো উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS