সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবক

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে ইমন হোসেন (২৪) ও যশোর সদর উপজেলার শশনোদা গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে আনাস রহমান (২০)। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল ইমন। পথিমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের সাদিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। এ সময় মোটরসাইকেলে সামনের চাকা বিচ্ছিন্ন হয়ে যায় ও ইমন রাস্তার পাশে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর যশোরে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে কালীগঞ্জ-খাজুরা সড়কের তত্তি¡পুর এলাকার নিউ মডার্ণ ইটভাটার কাছে দ্রæত গতিতে যাওয়া একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আনাস মারা যান ও আহত জুয়েলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ উপজেলার তত্তি¡পুর পুলিশ ক্যাম্পের এএসআই মশিউর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS