বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২১০ পরিবারের মাঝে ৭৫ কেজি হাঁসের খাদ্য বিতরণ 

পার্বতীপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২১০ পরিবারের মাঝে ৭৫ কেজি হাঁসের খাদ্য বিতরণ 

১৫ Views

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজান : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২১০ পরিবারের মাঝে হাঁসের খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ ডিসেম্বর/২৪ তারিখে দিন ব্যাপী পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়নের ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান্নোয়নের লক্ষ্যে সমম্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ ২১০জন পরিবারের মাঝে ৭৫ কেজি করে হাঁসের খাদ্য বিতরণ করেন, পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহফুজার রহমান। আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্ক ছিদ্দিক , পৌর কৃষক দলের সভাপতি মোঃ গোলাপ হোসেন, বিএনপি’র নেতা আফজাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, ধীরেন্দ্র রাথ রায় এসএএলও (সম্প্রসারণ) কর্মকর্তা, হিটলার রায় এলএফএ (এলডিডিপি) কর্মকর্তা ও তহিবুর রহমান (সিইএ) কর্মকর্তা প্রমুখ। গত ১২ আগষ্ট/২৩ তারিখে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২১০জন পরিবারের মাঝে ইতিপূবে ২০টি করে হাঁস ও ৯ কেজি করে হাঁসের খাদ্য বিতরণ করা হয়েছে। পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিরা হাঁসের খাদ্য পেয়ে খুশি বলে জানান, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের ফিল সুপারভাজার ইসমাইল চার্জস্ টুডু ।

Share This