মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালী ও আলোচনা সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালী ও আলোচনা সভা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৪ জুলাই রোববারঃ“নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালী সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

২৪ জুলাই রোববার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কম্পন্ড পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় । র‌্যালী ও পোনা অবমুক্ত করণ পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহ ২৩-২৯ জুলাই ২০২২ খ্রিঃ উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান,সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,মৎস্য সম্প্রসারন কর্মকর্তা দেবব্রত কুমার বিশ্বাস ও মৎস্য চাষীদের পক্ষ থেকে মৎস্যচাষী মোঃ ইলিয়াস সিকদার।আলোচনা পরবর্তী উপজেলার ৩জন শ্রেষ্ঠ মৎস্যচাষীদের পুরস্কৃত করা হয়। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হবে ।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS