অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম এর সাথে বিরল প্রেস ক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম এর সাথে বিরল প্রেস ক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৩ টায় বিরল প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে পেশাজীবি নেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বিরল উপজেলা শাখার আহ্বায়ক আনিসুজ্জামান মিলন, সদস্য সচিব নাজমুল ইসলাম, কর্মচারী ঐক্য ফেডারেশন জেলা শাখার সভাপতি ইছাহাক আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার ট্রেজারার ওয়াহেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এ কে এম ইকরামুল হক, যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মেম্বার, বিরল প্রেস ক্লাবের সদস্য সচিব তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য দিপঙ্কর রায়, সাদেকুল ইসলাম, জহুরুল ইসলাম জহির, আব্দুল আজিজ, মহবুর রহমান, আবুল কালাম আজাদ, বেলাল হোসেন, মুরসালিন হোসেন, এবিএম মাসুম প্রমূখ।
সভায় অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা দূর্নীতিকে না বলেছি। দূর্নীতি বাংলাদেশে আর হতে দেয়া যায় না। আমরা বাংলাদেশের মানুষ আর দূর্নীতি হতে দিতে পারিনা। তাই দূর্নীতির বিরুদ্ধে সাংবাদিক সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সবকিছুর উর্দ্ধে থেকে সত্যটা তুলে ধরতে হবে। অতীতে সত্য তুলে ধরার জন্য অনেক সাংবাদিককে নির্যাতনের শিকার হতে হয়েছে। আর কোন সাংবাদিক যেন নির্যাতনের শিকার না হোন আমরা আপনাদের পাশে আছি এবং থাকতে চাই।