প্রত্যন্ত গ্রামেও পৌঁছেছে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন লালপুরের নিভৃত গ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাল্টা অবস্থানে আওয়ামী লীগ
৭৪ Views
নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা শহর থেকে অর্ধশত কিলোমিটার দূরে নিভৃত গ্রামেও পৌঁছেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লাভপুরের দিল মারিয়া বাজারে এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। এদিকে পাল্টা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিলমাড়িয়া থেকে মোমিনপুর ঝাপড়া-বটতলায় এসে শেষ হয়। এসময় তারা একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেয়।
এসময় শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
এদিকে, একই সড়কের অদূরে রামকৃষ্ণপুর চিনিরবটতলা এলাকায় অবস্থান নিয়ে পাল্টা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিল। কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।