শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

<span class="entry-title-primary">ধামইরহাট প্রকৃতি সংরক্ষণ ক্লাবের কার্যকরী কমিটি গঠন</span> <span class="entry-subtitle">সহযোগিতা করবে বন্যপ্রাণি সংরক্ষন ও জীববৈচিত্র পুনুরদ্ধারে</span>

ধামইরহাট প্রকৃতি সংরক্ষণ ক্লাবের কার্যকরী কমিটি গঠন সহযোগিতা করবে বন্যপ্রাণি সংরক্ষন ও জীববৈচিত্র পুনুরদ্ধারে

আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট.
নওগাঁর ধামইরহাটে বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবার অঙ্গীকারে ধামইরহাট প্রকৃতি সংরক্ষণ ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১৩ জুন বিকেলে উপজেলা ক্যান্টিন চত্বরে আহবায়ক কমিটির সদস্যদের কণ্ঠভোটে ধামইরহাটের সিনিয়র সাংবাদিক এম এ মালেককে সভাপতি, তরুন যুব সংগঠক ও প্যানেল মেয়র মেহেদী হাসানকে নির্বাহী সভাপতি ও সাংবাদিক আবু মুছা স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কার্যকরী কমিটির মধ্যে আরও রয়েছেন, সহ-সভাপতি নুরুল ইসলাম, আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সুফল চন্দ্র বর্মন, অর্থ সম্পাদক পাস্কায়েল হেমরম, আইন সম্পাদক এ্যাড. আশরাফুদ্দৌলা নয়ন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য আকতার হোসেন, সাইফুল ইসলাম ও জুলফিকার আলী। বন্যপ্রাণি ও পশুপাখিদের অভয়াশ্রম ও প্রকৃতি সংরক্ষনে কাজ করবে এই কমিটি।
উল্লেখ্য ২০২০ সালের ৯ সেপ্টেম্বর আলতাদিঘী জাতীয় উদ্যানে সাংবাদিক এম এ মালেককে আহবায়ক ও নুরুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। অচিরেই পূর্ণাঙ্গ কমিটির ও সকল সাধারণ সদস্যদের তালিকা প্রকাশ করা হবে।

৯৪ বার ভিউ হয়েছে
0Shares