প্রাথমিক শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষে শার্শার ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
শার্শা (যশোর) প্রতিনিধি \ প্রাথমিক শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষে করনিয় ও তার মূল্যায়নের জন্য ৪২ সদ্যর একটি প্রতিনিধি দল শার্শার ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে ২০ নভেম্বর দিন ব্যাপি বিদ্যালয় পরিদর্শন শেষে বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে মূল্যায়ন এবং পরবর্তিতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহন করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজি নাজিব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা আসরাফুল আলম বলেন প্রাথমিক বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ, শুধু তাই নয় একটি বাড়ি নির্মান করতে হলে যদি ভিত মজবুত না হয় তাহলে সে ঘর স্থায়ী হয় না। তদরুপ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া শেখানো না হয় তহলে ভিত মজবুত হবে না। বিদ্যালয় পরিদর্শনকালে দেখা যায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ৯৫%, ড্রেস ৯৮%, প্রাক-প্রাথমিক লিখন পদ্ধতি ৯০%, বাংলা রিডিং ৮০%, ইংরেজী ও গণিত ৬০%, বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া শ্রেণি ও বিষয় ভিত্তিক পারদর্শিতা যাচাই করা হয় যা পরিদর্শন প্রতিনিধি দল প্রাক-প্রাথমিক লিখন পদ্ধতি এবং ইংরেজি ও গণিত বিষয়ের উপর উন্নয়ন করার বিষয়ে শিক্ষা অধিদপ্তরে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন প্রেরন করবেন।