শুক্রবার- ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

মেহেরপুরের গাংনীতে বাস চাপায় শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাস চাপায় শিশুর মৃত্যু

মেহের আমজাদ,মেহেরপুর ; মেহেরপুর জেলার গাংনীতে যাত্রীবাহি বাসের চাপায় হাম্মাদ আলী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হাম্মাদ গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের বাসস্ট্যান্ডপাড়ার প্রবাসী আব্দুর রহিমের ছেলে।

 মঙ্গলবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ জোড়া ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,হাম্মাদ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় মেহেরপুর দিক থেকে কুষ্টিয়াগামি দ্রতগতির একটি দূরপাল্লার যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এসময় হাম্মাদ গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তবরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares