
সেনবাগে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু কিশোর প্রতিযোগীতা জেলায় জন্য নির্বাচিত ৫৪জন প্রতিযোগী

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় শিশু কিশোর ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে দিনব্যাপী ৩টি বিভাগে বিভিন্ন ইভেন্টে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক,খ ও গ ৩টি গ্রæপ ৬টি ইভেন্টে সর্বমোট ৫৪জন প্রতিযোগী জেলা পর্যায়ের জন্য নির্বাচিত হন। জেলা পর্যায়ে প্রতিযোগীতা আগামী ০১জুন নোয়াখালী সদর উপজেলার আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। ইসলামিক ফাউন্ডেশন সেনবাগের এফ এস খালেদা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।