বাঘায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সভা অনুষ্ঠিত
২০৩ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উৎযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাঘা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি), সাবিহা সুলতানা ডলি,বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আবু সিদ্দিক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত), উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অশিত কুমার ওরুপে বাকু পান্ডে, ও সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহাসহ সকল পুজা উৎযাপন কমিটির সভাপতিও সাধারণ সম্পাদক।
উক্ত সভায় সভাপতির বক্তব্যে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে নির্বাহী অফিসার বলেন, এ বছর বাঘা উপজেলায় ৪৮ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যা গত বারের তুলনায় এবার অনেকটা বেশি। তিনি বলেন, প্রতিমা নির্মাণ হওয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তার নিশ্চিত করবে আমাদের পুলিশ ও আনসার সদস্যগণ। সেই সাখে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের দায়িত্ব সমন্বয়ে থাকবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি), সাবিহা সুলতানা-সহ আমি নিজে। এ ছাড়াও মন্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবীরা কাজ করবে। পূজামন্ডপ ও মন্ডপের আশে পাশে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার সম্পুর্ণ রুপে বন্ধ থাকাবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আবু সিদ্দিক জানান, এ বছর বাঘায় ৪৮টি পুজা মন্ডপের আয়োজন করা হয়েছে।পূঁজায় নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। আমরা আশা করছি ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে পুজা উৎযাপন করা হবে।
সভায় দূর্গাপূজা চলাকালীন সময় (রাত্রীকালীন) বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিস শাখার ডি.জি.এম, সুবির দত্তকে অনুরোধ জানানো হয়।