মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মহারাজ আইসিসির পুরস্কার জয় করলেন

মহারাজ আইসিসির পুরস্কার জয় করলেন

এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মজারাজ। স্বদেশি সাইমন হারমার এবং ওমানের যতিন্দর সিংকে পেছনে ফেলে আইসিসির এই পুরস্কার জিতেছেন মহারাজ। এপ্রিল মাসটা দুর্দান্ত কেটেছিল মহারাজের।

ডারবানে দক্ষিণ আফ্রিকাণ্ডবাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে একাই সাত উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৫৩ রানে অলআউট হয়। এমনকি পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচেও ৭৪ রান করে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন এই স্পিনার।

দুই টেস্টে শিকার করেছিলেন ১৬টি উইকেট।  এসবের পুরস্কার হিসেবেই আইসিসির ‘মাসসেরা’ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মহারাজ। এদিকে, নারীদের ক্রিকেটে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। গত মাসে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল হিলির।

১২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS